নিকাশি সমস্যায় জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চাঁচোয়া গ্রামের একাধিক পরিবার। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। বুধবার বিকেলে জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে নিকাশি নালা না থাকায় এলাকায় জমে রয়েছে জল। এই জল পেরিয়ে যাতায়াতের সমস্যায় পড়ছেন ছাত্র-ছাত্রী সহ এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের দারস্ত হলেও মেলেনি কোন সুরাহা এমনটাই দাবি এলাকাবাসীর। কবে এই সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে গ্রামবাসীরা।