বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি নিতে একাধিক কর্মসূচি গ্রহণ করছে বিজেপি নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে শনিবার বিকালে হেমতাবাদের শালবাগান সংলগ্ন বেসরকারি ভবনে অনুষ্ঠিত হল বিজেপির সাংগঠনিক বৈঠক। পাশাপাশি আগামী দিনে বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এদিন। বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপির জেলা নেত্রী সুপর্না ভট্টাচার্য, বিজেপির হেমতাবাদ মন্ডলের সাধারণ সম্পাদক মিন্টু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।