নাগরাকাটার আংরাভাষা ২ নম্বর পঞ্চায়েতের কুঠাবাড়ি এলাকায় বুধরার সন্ধ্যেবেলা এক শিশুকে চিতাবাঘে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য পড়লেও কুঠাবাড়ি এলাকায় গত এর আগেও একাধিক বাড়িতে শিশুদের মুখে করে তুলে নিয়ে যেতে বাড়িতে হানা দিয়েছিল চিতাবাঘ। বৃহস্পতিবার গ্রামে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। এলাকাবাসীদের প্রশ্ন তাহলে কি চিতাবাঘ টি মানুষের রক্তের স্বাদ পেয়েছে।