গত দুদিন আগে বীরভূমের রামপুরহাটে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর তাকে খুনের অভিযোগ ওঠে। ঘটনার বিষয় প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ঘটনার তীব্র নিন্দা জানায় সমস্ত রাজনৈতিক দল। এই বিষয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামে বিভিন্ন আদিবাসী সংগঠন। সেইমতো সোমবার দুপুরে পোস্টার হাতে নিয়ে বীরভূমের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে কাঁকসা থানার আইসি-কে স্মারকলিপি জমা দেন আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের সদস্যরা। এদিন ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।