পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রায় একশো শতাংশ মহিলাকেই স্বনির্ভর গোষ্ঠীভুক্ত করতে বিশেষ সার্ভে শুরু হল জেলাতে। ২৮০০ টি টিম এই সার্ভের কাজ করবে। শুক্রবার আধিকারিকরা জানিয়েছেন জেলাতে ১৯ লক্ষ মহিলা ভোটার রয়েছে। যার মধ্যে ১২ লক্ষ মহিলা লক্ষী ভান্ডারের আওতায়। সেই তুলনায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সংখ্যা অনেক কম ছিল। সকলকেই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।