প্রতিমা যাওয়ার রাস্তার উপরে হেলে পড়া গাছের অংশ কাটার কাজ শুরু করলো পৌর কর্তৃপক্ষ। চুঁচুড়া শহরের দূর্গা পুজোর নাম রয়েছে। ছোট বড় পুজো মিলিয়ে প্রায় শতাধিক পুজো হয় এই শহরে। তাই নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে পৌর কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় যাতে প্রতিমার কোনরকম ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখেই রাস্তার উপরে হেলে পড়া গাছের অংশ কাটার কাজ শুরু করলো পৌর কর্তৃপক্ষ।