শিখ ধর্মের পক্ষ থেকে গোটা ভারতবর্ষ জুড়ে শোভাযাত্রা বের হয়েছে যা সোমবার দুপুর দুটোয় পূর্ব বর্ধমান জেলা হয়ে শোভাযাত্রাটি এগিয়ে গেলো পাঞ্জাবের দিকে। জানা যায় শ্রীগুরু তেগ বাহাদুর জির সাড়ে ৩০০ বছরের নগর কীর্তন জাগৃতি যাত্রা ২৩ টি রাজ্য জুড়ে সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা।কয়েকশো চার চাকা গাড়ি অত্যাধুনিক মানের বাস সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে এই যাত্রাটি বের হয়। এই যাত্রাটি শুরু হয়েছে আসাম থেকে পৌঁছাবে পাঞ্জাবে।