পুরাতন মালদা পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়া এলাকায় শুর হয়েছে রাস্তা সংস্কারের কাজ। কংক্রিট ঢালাই কাজের গুণগত মান খতিয়ে দেখলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন দুপুর বারোটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার কাজ তিনি খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বাধীন ঘোষ। কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন চেয়ারম্যান। উল্লেখ্য সামনেই রয়েছে বড় উৎসব দুর্গাপূজা,তার আগেই বিভিন্ন রাস্তা সঠিক করার নজর রয়েছে পুরো কতৃপক্ষের।