রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত মধ্য বড়জলা গ্রাম পঞ্চায়েতের রাঙ্গা পানিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। এই এলাকার কৃষক বিজয় দেবনাথ তার নিজ পুকুরের পাড়ে শীতের সবজি সীম এবং লাউ লাগিয়েছিল। লাউ ধরা শুরু করেছে এবং সিম গাছে ফুল এসেছে।