কালনার শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লিতে শর্ট সার্কিট আর তারপরে বন্ধ হয়ে গেল কালনার শ্মশান ঘাটে শবদাহ। সমস্যায় মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে, স্থানীয় এলাকার দোকানদারেরা। পৌরসভার তরফে তিনদিন বন্ধ এমন নোটিশ দেয়া হলো আজ সোমবারও বন্ধ রয়েছে শবদাহ। স্থানীয় এলাকার দোকানদারেরা জানান মৃতদেহ এলে আমাদের এই এলাকায় দোকানগুলি চলে। আর মৃতদেহ না আসার কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আর এর আগেই বহু টাকা খরচ করে মেইনটেনেন্স করা হয়েছে এরপর এই ঘটনা।