উদ্ধার দেশরাজের নতুন সিম সহ মোবাইল। আমরা আগেই জানিয়েছিলাম রবিবার বিকালে পুরনো সিম কাচড়াপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভড়েছিল। যাতে তার লোকেশন জানা না যায়। খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায়, স্টেশনে সিম সহ মোবাইল ফেলে দেয়। বরাকর থেকে ফের আসানসোল ফিরে এসে ১২:৩০ এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তর প্রদেশের উদ্দেশ্য রওনা দেয়। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি। বরাকরের লছিপুরের ওই ব্যক্তির কাছে থেকে মোবাইল উদ্ধার হয়।