শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় ছোটনাগপুর টোটেমিক কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কালা দিবস পালন ও আক্রোশ র্যালি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের মহামড়ল তথা রাজ্য সভাপতি অনুপ মাহাতো, কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ এর রাজ্য সভাপতি কৌশিক মাহাতো সহ কুড়মি সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে এদিন লোধাশুলি এলাকায় পথসভার পাশাপাশি আক্রোশ রেলি নামের একটি পদযাত্রা করা হয়।