শনিবার মারাখাতায় বন বিভাগের মারাখাতা বিট অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর কুমারগ্রাম ব্লকের লালচাঁদপুরে বন বিভাগের মারাখাতা বিট অফিসের একটি গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। ওই বাইকে তিনজন ছিল। পথ-দুর্ঘটনায় ঘটনাস্থলেই অভয় বর্মন নামে এক নাবালকের মৃত্যু হয়। জখম হয় অলোক বর্মন ও অর্জুন নার্জিনারি নামে আরও দুই নাবালক। তারা বর্তমানে শয্যাশায়ী।