সোমবার বিনপুর 2 ব্লকের শিলদা অঞ্চলের শিলদা শ্রী শ্রী সারদামনি বিদ্যাপিঠ হাইস্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানান শিলদা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সম্প্রীতা মল্লিক মন্ডল এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মানস মন্ডল। এদিন দুপুর নাগাদ শিক্ষক শিক্ষিকাদের পুস্প স্তবক দিয়ে মিষ্টি মুখ করান প্রধান। এছাড়াও পঠনপাঠন বিষয়ে শিক্ষকদের সঙ্গে বিশেষ আলোচনা সারেন তিনি।