শনিবার সকাল থেকে বর্ধমানের রমনার বাগান জু বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটকদের প্রবেশও। এর মধ্যেই প্রবেশ পথেও নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বর্ধমানের রমনারবাগান জু বনদপ্তরের অধীন। এখানে রয়েছে পাঁচটি চিতাবাঘ। আছে চারটি মার্স কুমীর। একটি নোনা জলের কুমীর। একটি স্লথ ভাল্লুক। কিছু শিয়াল,সজারু। আশিটি চিতল হরিণ। তিনটি বার্কিং ডিয়ার। এছাড়াও রয়েছে অসংখ্য পশু ও পাখি। এই রমনার বাগানের চারদিকের জল বেরোনের জায়গা না থাকায় জল জমে রয়েছে।