ফের ভাঙ্গনের আতঙ্ক শান্তিপুরে। এবার শান্তিপুর বিহারিয়া মঠপাড়া এলাকায় আবারও নতুন করে শুরু হওয়া ভাঙ্গনে দুশ্চিন্তার ভাঁজ স্থানীয়দের কপালে। সূত্রের খবর, শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ২ পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকা দীর্ঘদিন ধরেই ভাঙ্গন প্রবণ। গত কয়েক বছরের মধ্যে এখানে ভাগীরথীর গ্রাসে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। তলিয়ে গিয়েছে গাছপালা, থেকে শুরু করে বসতবাড়ি, ইঁটভাটা, মন্দিরও। বছর কয়েক আগে এখানে সেচ দপ্তরের তরফে ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু হয়। স