পূর্ব মেদিনীপুর জেলার এগ্রার কসবা গ্রাম পঞ্চায়েতের ইরামদাবাদ গ্রামের বাসিন্দা বছর ত্রিশে জহির উদ্দিন সাহা নামে এক যুবক উড়িষ্যায় ১৫ বছর আগে থেকে চুলের ব্যবসা করতো। কিন্তু গত রবিবার ওই যুবকের ট্রেনে বাড়ি ফিরছেন তারপর থেকে নিখোঁজ যুবক |বাড়ির লোক বিভিন্ন জায়গায় খোঁজখবর পড়ার শেষ পর্যন্ত বেলদা রেল পুলিশের শরাবাপন্ন হয় |যুবকের বাড়ি ফিরে আসা দিন গুনছেন পরিবার |