আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় দ্বাদশীর তিথি তে কীর্ণাহারের ৪টি মণ্ডপের দূর্গা প্রতিমা বিশেষ শোভাযাত্রা সহকারে সমগ্ৰ কীর্ণাহার বাজার পরিক্রমার মধ্য দিয়ে নিরঞ্জন করা হয়।অপ্রীতিকর ঘটনা এড়াতে এই শোভাযাত্রা কে ঘিরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। এদিন রাত্রি ৯টা নাগাদ কীর্ণাহার স্টেশন পল্লী, হরিবাসর নাট্য সমিতি,মরশুমী ও ইয়ুথ ক্লাবের প্রতিমা গুলি বাজার এলাকায় শোভাযাত্রা সহ কারে পরিক্রমার পর কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে একটি পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করা।