ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করার প্রচেষ্টার লক্ষ্যে সাব্রুম মহকুমার বিভিন্ন গ্রামে ম্যালেরিয়া স্কিনিং কার্যক্রম সংগঠিত হয়।২৭ শে আগষ্ট বেলা ১২ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত বৈষ্ণবপুর,পূর্ব সাব্রুম,মাগরুম এডিসি ভিলেজের বিভিন্ন পাড়ায় ম্যালেরিয়া স্কিনিং করা হয়।জানা যায় সাব্রুম মহকুমার বৈষ্ণবপুর,মাগরুম,পূর্ব সাব্রুম এডিসি ভিলেজ হচ্ছে পাহাড়ি এলাকা।উপজাতি অধ্যুষিত এডিসি ভিলেজ।এই ভিলেজ গুলিতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশী