বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের লোকোসেড পাড়া এলাকায় । মৃতের নাম বিপ্লব সিং সর্দার (২৬) । তার বাড়ি লোকোসেড পাড়া এলাকাতে । পুরুলিয়া সদর হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । তবে দেহটি ময়না তদন্তের জন্য আজ দুপুরে পুরুলিয়া মেডিকেল কলেজ হাতুয়ারা পুলিশ মর্গে নিয়ে আসা হয় ।