সমস্ত প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের যে ধরনের পদক্ষেপ আর সেই পদক্ষেপের অধীনে দৌলত নগর এলাকায় প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। বৃহস্পতিবার এই শিবির পরিদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের নানান ধরনের সমস্যার সমাধানের বিষয় খোঁজখবর নিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। গ্রামে যে কাজগুলি বাকি সেই কাজগুলি খোঁজ-খবর নেওয়া হয় এবং দ্রুত করে দেওয়ার আশ্বাস।