কাঁটাগড়িয়া মোড়ে বাংলা ভাষা ও বাঙালীর উপর আক্রমনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কচিকাঁচারা নৃত্যের মাধ্যমে বাংলা ভাষাকে সম্মান জানান । উপস্থিত ছিলেন বীরভূম জেলার যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে বুরান, হাঁসণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নাগর চন্দ্র কোনায়, শিক্ষক সংগঠনের সভাপতি ও ব্লক তৃণমূল নেতৃত্ব।