লাভপুরের দাঁড়কা অঞ্চলের আবাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক প্রমুখ।তাঁরা এদিন দুপুর নাগাদ সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে সমগ্র ক্যাম্প পরিদর্শনে'র পাশাপাশি স্থানীয় দের একাধিক দাবি শুনে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক অভিজিৎ সিংহ।এছাড়াও সাংসদ অসিত মাল ও বিধায়ক অভিজিৎ সিংহ দের কথায়, এবার।