Basanti, South Twenty Four Parganas | Aug 22, 2025
হিন্দু জাগরণ মঞ্চের ডাকে আগামী ৩১ শে আগস্ট রবিবার বৈকাল ৩ ঘটিকায় বাসন্তী হরিসভার অখন্ড ভারত সংকল্প সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে এবং তার আগেই পাড়ায় পাড়ায় কার্যক্রম এর ব্যানার বাঁধা হচ্ছে, বৃষ্টি তে ভিজে কার্যকর্তারা আজ বাসন্তী থানা ফুল মালঞ্চ অঞ্চলের অন্তর্গত ১০ নম্বর আমঝাড়া গ্রামে শুক্রবার সকাল আটটা নাগাদ অখন্ড ভারত সংকল্প সমারোহ ব্যানার লাগিয়ে সকল এলাকাবাসীর উদ্দেশ্যে যোগ দেওয়ার আহবান জানায় আর সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপের মাধ্যমে