দীর্ঘ ২১বছর ধরে প্রতিবন্ধকতা নিয়ে টানা দাসকলগ্ৰাম কড়েয়া ১নং অঞ্চলের আলিগ্ৰাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অনুপমা দত্ত। তার সেই জেদ না মানা লড়াইয়ে এগিয়ে চলেছে এভাবেই। আর সেই লড়াইয়ের ফলস্বরূপ আজ অর্থাৎ বৃহস্পতিবার সুদূর উত্তর ২৪পরগনার বারাসাত পৌরসভার দুই কাউন্সিলর সৌমেন আচার্য ও অতনু ঘোষেরা উপস্থিত হয়ে ওই শিক্ষিকা বিশেষ সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আরও বেশি কয়েক টি গুণীজন কেও সংবর্ধনা দেওয়া হয়।