This browser does not support the video element.
চাঁচল ১: দুটি মোটরবাইকে সংঘর্ষে জখম এক চালক
Chanchal 1, Maldah | Aug 29, 2025
দুটি মোটরবাইকে সংঘর্ষে জখম এক চালক। শুক্রবার বিকেলে পাঁচটা নাগাদ চাঁচল গালিমপুর গ্রামীণ সড়কের পোহরিয়া এলাকার ঘটনা।পুলিস সূত্রে ও স্থানীয় সূত্রে জানাগেছে,জখম আফসার আলি শীতলপুরের বাসিন্দা।গুরতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।অন্য বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।