চুঁচুড়ার কারবালা মোর বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছর তৈরি করেছে জগন্নাথ ধাম। তবে এখানের জগন্নাথ ধামে প্রবেশ করলে দেখা মিলবে মা দুর্গা ও জগন্নাথ বলরাম সুভদ্রার। চুঁচুড়ার বিগ বাজেট এর পুজো গুলির মধ্যে এটি অন্যতম। সারা বছর মানুষ অপেক্ষায় থাকে এই পূজা মন্ডপ দেখার জন্য।