রবিবার ভোর থেকে দিনভর মায়াপুর সহ সারা বিশ্বজুড়ে ইসকনের বিভিন্ন শাখা কেন্দ্রে পালিত হল শ্রী শ্রী রাধা অষ্টমী মহা মহোৎসব,ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর শ্রীশ্রী চন্দ্রদয় মন্দিরে অসংখ্য দেশি-বিদেশি ভক্ত সমাগমে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় শ্রী শ্রী রাধা অষ্টমী মহা মহোৎসব,এরপর একে একে বিভিন্ন ভাষায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলোচনা,দর্শন আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান,এরপর ধর্মীয় রীতি নীতি ও আচার মেনে আয়োজিত হয় শ্রী শ্রী রাধা অষ্টমী মহা মহোৎসব।