শিলা বৃষ্টিতে ধান চাষে সরকারি ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকে শিলাবৃষ্টিতে ধান চাষে সরকারি ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ তুলে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবিতে দাঁতন এক ব্লক বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলো দাঁতনে বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা। এদিন দাঁতন শহরে কয়েকশ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করা হয়।