বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের দেওয়া শাড়ি ও স্বর্ণালঙ্কার নিলাম করা শুরু হয়েছে । শনিবার হল শাড়ি নিলাম। সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড-এর সদস্য সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড শনিবার শাড়ি বিক্রি করেছে। প্রচুর হুড়োহুড়ি, কাড়াকাড়ি হয়েছে। পুলিশ উপস্থিত ছিল। আগামীকাল সোনা, রূপা বিক্রি হবে। আগামীকাল অবশিষ্ট থাকা কিছু শাড়িও বিক্রি হবে। তিনি জানিয়েছেন, এদিন বেনারসী ১৭০ টি, অন্যান্য শাড়ি ৪২০ টি এবং চাদর ২১ টি সহ মোট ৬১১ টি শাড়ি