খাটাজানি আশ্রম প্রাঙ্গনে অনন্ত পূজায় ভক্তবৃন্দের ভিড় উপচে পড়েছে এমনটাই দেখা গেল শনিবার বিকেল চারটে নাগাদ। ৪ শতাধিক ভক্ত অনন্ত পূজায় ভোগ দিয়েছেন। অনন্ত পূজা এবং হোম যজ্ঞ উপলক্ষে আসাম কলকাতা দিল্লি সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা ইতিমধ্যেই আশ্রম প্রাঙ্গনে চলে এসেছেন। আশ্রমের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে একান্নতম অনন্ত পূজা উপলক্ষ্যে ব্যাপক সমাগম হয়েছে আশ্রম প্রাঙ্গণে। রাত পোহালেই শুরু হবে হোম যজ্ঞ। জনস্রোতে ভাসবে আশ্রম প্রাঙ্গণ। ইতিমধ্যেই হোম