সম্প্রতি খড়্গপুরের গোলবাজার এলাকাতে রেলওয়ের মূল্যবান তার সহ বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছিল। আরপিএফ তদন্ত শুরু করেছিল। অবশেষে এই তার চুরি করে বিক্রির ঘটনায় চারজন, এবং ক্রেতা একজনকে গ্রেফতার করলো আরপিএফ। বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।