ভোরাম এলাকায় জমিজমা নিয়ে বিবাদের জেরে এক মহিলা সহ চার জনকে বেধরক মারধোর দিনহাটা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। শনিবার দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা মহকুমা হসপিটাল সূত্রে জানা গিয়েছে, ভোরাম এলাকার এক মহিলা সহ চার ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন। এবিষয়ে ভোরাম এলাকার আক্রান্ত মহম্মদ আসরাফ আলী জানান, দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে সড়িকি বিবাদের