পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে দক্ষিণ মেদিনীপুর নতুন জেলা করার ডাক রামনগরে ভারতের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা ছিল অবিভক্ত মেদিনীপুর সেই অবিভক্ত মেদিনীপুর কে ভেঙে করা হয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ফের পূর্ব মেদিনীপুর কে ছোট জেলায় ভাগ করার বার্তা বিভিন্ন মহলে উন্নয়নের সাথে প্রশাসনিক কাজের সুবিধার্থে পূর্ব মেদিনীপুর জেলাকে ভেঙে দক্ষিণ মেদিনীপুরজেলা গঠনের ডাক |এগ্রা ও কাকে নিয়ে এই জেলা গঠন করা হবে বলে জানানো হয় |