অলবেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন রানাঘাট শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী, আজ সকাল ১১ টা থেকে নদীয়ার রানাঘাটে অলবেঙ্গল তৃণমূল কংগ্রেস রেলওয়ে হকার্স ইউনিয়ন রানাঘাট শাখার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে উপস্থিত হন নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী সহ আঞ্চলিক তৃণমূল নেতৃত্ব আর এই স্বেচ্ছায় রক্তদান শিবির সারাদিনব্যাপী চলবে বলে জানা যায় আর আজ দুপুর