ভারত যাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করল রায়নার বাঁকুড়া মোড় এলাকায় বিদ্যুৎ দপ্তরে। তাদের দাবি খণ্ডঘোষের মোল্লারপুর এলাকায় একাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এছাড়াও যেসকল এলাকায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে সেই সকল এলাকাতে অধিক পরিমাণে বিদ্যুতের বিল আসছে। এই সংক্রান্ত বিষয়ে বারে বারে বিদ্যুৎ দপ্তরকে জানালেও কোন রকম ভুরুক্ষেপ দেয়নি। তার জন্য এই বিক্ষোভ ডেপোটেশন বলেই এমনটাই জানিয়েছে সোমবার দুপুরে।