কোদালিয়া বারোয়ারিতে অষ্টমী পূজার শেষে হলো কুমারী পুজো। আজ মহা অষ্টমী। অষ্টমী পূজোর শেষে হয় কুমারী পুজো। চুঁচুড়ার কোদালিয়া বারোয়ারী পুজো সমিতিতে প্রতিবছর হয় অষ্টমীর দিন কুমারী পুজো। স্থানীয় বাসিন্দা স্বর্ণালী মুখার্জীকে এদিন এখানে কুমারী রূপে পূজা করা হলো।