পান্ডুয়ার বেলুনের ভট্টাচার্য বাড়ির বুড়িমার দুর্গা পুজো আনুমানিক প্রায় সাড়ে ৭০০ বছরের ও বেশি সময় ধরে হয়ে আসছে। আজ বুধবার বেলা তিনটে নাগাদ সন্ধিপূজো শেষে এমনটাই জানালেন ভট্টাচার্য বাড়ির সদস্যরা। বহু ঐতিহ্যবাহী বেলুনের এই ভট্টাচার্য বাড়ির পুজোতে দেবী দুর্গার পাশে থাকে না লক্ষী গণেশ কার্তিক সরস্বতী। দশ হাতে দুর্গার সঙ্গে রয়েছেন মহিষাসুর ও নরসিংহ। অন্যান্য পুজোর মতন পঞ্জিকা বা বই দেখে নয় মূলত পূর্বপুরুষদের লেখা পুঁথি দিয়েই,,