আগামীকাল অর্থাৎ শনিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার শহরের মাধব মোড় এলাকায় দুর্গাপুজোর কার্নিভাল করা হবে।শুক্রবার দুপুর দুটো নাগাদ সেখানে দেখা গেলো জোর কদমে প্রস্তুতি চলছে কার্নিভালের। ইতিমধ্যেই মূল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। এবার মঞ্চ সাজানোর কাজ হবে।এছাড়াও দর্শকদের বসার জায়গাও তৈরি হয়েছে।