শনিবার জেলা কংগ্রেসের কর্মকর্তারা অভিযোগ করে জানান,বদরপুরে জাতীয় সড়কের কাজে নাকি দুর্নীতি হয়েছে। তারা জানান,কারণ তিন দিন আগে জাতীয় সড়কের কাজ হয়েছে আর এখনই নাকি জাতীয় সড়কের পিচ উঠে যাচ্ছে। তাই সঠিকভাবে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল,জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজাম উদ্দিন,জেলা পরিষদ সদস্য জিল্লুন নূর চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্যরা।