আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস।সোমবার পুলিশ দিবস উদযাপন করা হলো বোরো থানার পক্ষ থেকে।এদিন বেলা ১২ টা নাগাদ বোরো থানা থেকে একটি সুসজ্জিত ট্যাবলো বার হয়।সিভিক ভলেন্টিয়াররা পদ যাত্রায় অংশ নেয়।বোরো ব্লক অফিস পর্যন্ত এই মিছিল হয়। এছাড়াও এদিন পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা দেন বোরো থানার পুলিশ আধিকারিকেরা।