গতকাল রাতে এনসিসি থানা সংলগ্ন বিধায়ক আবাসে মদমত্ত অবস্তায় তিন যুবক গাড়ি নিয়ে ঢুকে পরে। এই তিন যুবক কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়ানকে গালিগালাজ করেন এবং খুনের হুমকি দেন। সাথে সাথে বিধায়ক অন্যান্যদের ডাকাডাকি করলে ওই তিন যুবক গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।