অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য আরামবাগে চালু হল ECHS পলিক্লিনিক।সোমবার থেকেই এখানে শুরু হবে চিকিৎসা পরিষেবা।শনিবার আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পারুল এলাকায় সৈনিক সংগঠনের সহযোগিতায় এই পলিক্লিনিকের উদ্বোধন হয়।ভারত সরকারের উদ্যোগে তৈরি এই পলিক্লিনিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মী ও তাঁদের পরিবার নানাবিধ স্বাস্থ্য পরিষেবা পাবেন।উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক উচ্চপদস্থ কেন্দ্রীয় বাহিনীর কর্নেল ও সেনা কর্তারা উপস্থিত ছিলেন।