বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে কসবা ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদেরকে সাজা দেবে কিন্তু আর জি করেন চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের বিচার পেল না নির্যাতিতা । এই বাংলায় তৃণমূল পার্টি ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে আর সেখান থেকে মুখ লুকাতে লজ্জা ঢাকতে কসবা ধর্ষণ কাণ্ডের জরুরি তৎপরতা দেখা গেল