কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের হাতে ধৃত পাঁচ ডাকাত তারা হল যথাক্রমে পঙ্কি মিয়া(৩৯) আব্দুল কয়েস (৪০) রসন আলি (৩৪) এনাম উদ্দিন (২৪) রহিম আলী (২৩) তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি কিপ্যাড মোবাইল ফোন, স্বর্ণের ও রুপোর বিভিন্ন অলংকার সহ ডাকাতিতে ব্যবহৃত একটি দেশী বন্দুক সহ নয়টি কার্তুস, অনেক ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম।