পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর শুক্রবার ও শনিবার টানা দুদিন ধরে অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালিয়ে নিতুড়িয়া থানার অন্তর্গত সিধাডাঙ্গা, রাণীপুর, দুর্গাপুর, কুলবনা,জোড়বেড়িয়া ,আনন্দপুর,মোথা, সহ বিভিন্ন গ্রামে গ্রামে দুদিন ধরে অভিযান চালিয়ে ২৬ লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ ১৪০ লিটার তরল,হাঁড়ি ৩টি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল।