পুলিশ লেখা গাড়িতে করে ব্যবসায়ীর থেকে ৩০ লক্ষ ছিনতাই মহিষাদলে গ্রেপ্তার ১ জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য।বুধবার দুপুর২.৩০মি নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন পুলিশের বড় সাফল্য। কম দামে সোনা বিক্রির নাম করে হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে নকল পুলিশ লেখা গাড়িতে করে ৩০ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় বড়সড় চক্রের হদিস পেল মহিষাদল থানার পুলিশ।ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে মহিষাদলের উত্তর কাশিমনগর এলাকার তপন বেরা কে গেপ্তার করে।