দক্ষিণ দিনাজপুরের রাধানগর গ্রামের বাসিন্দা বিকাশ ধানোয়ার (৪৫) নামে এক টোটো চালকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ মাঝিনা এলাকায় ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, টোটো নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শনিবার দুপুর একটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় বালুরঘাট পুলিশ মর্গে।