দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দক্ষিণ খানপুর এলাকায় বিষপানে আত্মঘাতী হলেন কৃষ্ণ ছেত্রী নামে ৪৫ বছরের এক ব্যক্তি। পারিবারিক কলহের জেরে তিনি শুক্রবার বিষপান করেন বলে জানা গেছে। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তবে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।