সামনে দুর্গাপুজো। তারপর কয়েক মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগরে পদ্ম শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে কুঞ্জনগরের ১৩/১২৮ নাম্বার বুথে বিজেপি ছেড়ে ১২টি পরিবার ঘাসফুল শিবিরে যোগদান করল। এমনটাই দাবি তৃণমূলের। সেই যোগদান অনুষ্ঠানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়,দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস উপস্থিত ছিলেন। সঞ্জয় দাস জানান,ক